• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘দুর্গাপূজার পর আবারও শুরু হবে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম’

প্রকাশ:  ১৩ অক্টোবর ২০১৮, ১৪:৪২
নিজস্ব প্রতিবদেক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন সড়কে শৃঙ্খলা ফেরাতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আসন্ন দুর্গাপূজার পর আবারও ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে বলে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত ‘ট্রাফিক সচেতনতামূলক সমাবেশে’ এ কথা বলেছেন তিনি।

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

সম্পর্কিত খবর

    ডিএমপি কমিশনার বলেন, পূজা শেষ হলে পরের ১৫ দিন বা ১ মাস ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। এতে অংশগ্রহণ করবেন রোভার স্কাউট, গার্লস গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

    তিনি আরও বলেন, ধারাবাহিক কার্যক্রমের ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় কিছুটা পরিবর্তন এসেছে, তবে এটা ভিজ্যুয়াল করার জন্য পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পুলিশ সদস্যরা সর্বনিম্ন ১২ ঘণ্টা ও সর্বোচ্চ ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করে। ট্রাফিক ব্যবস্থাপনার সবচেয়ে প্রধান সমস্যা আমাদের আইন না মানার সংস্কৃতি।

    /রবিউল

    ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি),রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close