• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শ্রীলঙ্কাকে ২৫০ রানের টার্গেট দিলো আফগানিস্তান

প্রকাশ:  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৮ | আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৬
স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপের আজকের ম্যাচে শ্রীলঙ্কার বোলারদের ভালোই জবাব দিলেন আফগানিস্তানের ব্যাটসম্যানরা। নির্ধারিত ৫০ ওভারে আফগানরা ১০ উইকেটে ২৪৯ রান করে। লংকানদের জিততে হলে ৫০ ওভারে ২৫০রান করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের পর থেকে প্রায় স্বপ্নের মতো পথচলা সাহস বাড়িয়ে দিয়েছে আফগানদের। সেই সাহস নিয়েই সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এশিয়া কাপের তৃতীয় দিনে শ্রীলঙ্কার মুখোমুখি হয় আফগানিস্তান। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫ টায়।

এবার শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের কাছে ১৩৭ রানে হেরেছে ১৯৯৬ এর বিশ্ব চ্যাম্পিয়নরা। আজ আফগানদের কাছে কোনো অঘটনের শিকার হলে কঠিন হয়ে যেতে পারে পরবর্তী হিসাব-নিকাশ। সেই ঝামেলায় একেবারেই যেতে চেইবে না অ্যাঞ্জেলো ম্যাথুসের দল। শুরুর হারটা ভুলে তাই এই ম্যাচেই ঘুরে দাঁড়াতে চাইবে লঙ্কানবাহিনী।

সম্পর্কিত খবর

    মোহাম্মদ শাহজাদ, ইহসানউল্লাহর মতো আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগানও এলবিডব্লিউর শিকার হন। শাহজাদ-ইহসানকে সাজঘরে ফেরান আকিলা দননজয়া। আর অধিনায়ক আসগর আফগানকে ফেরান শিহান জয়সুরিয়া। ভালো শুরুর পরও অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারেননি আসগর স্টানিকজাই। দুই উইকেটে ১০৭ রান সংগ্রহের পর ৫ বল খেলে মাত্র ১ রান করেই শিহানের অফ স্পিনের ফাঁদে পড়েন আসগর।

    আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে ফিরেই দলের ত্রাতার ভূমিকায় আকিলা দননজয়া। দলকে ব্রেক থ্রু এনে দেয়া দননজয়ার দ্বিতীয় শিকার ইহসানউল্লাহ। ফিফটির পথে এগিয়ে যাওয়া এই আফগানকে রিভিউ নিয়ে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আকিলা। সাজঘরে ফেরার আগে ৬৫ বলে ৪৫ রান করেন ইহসানউল্লাহ।

    প্রথম সন্তানের আগমনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি আকিলা দননজয়া। আর সেই ম্যাচে মুশফিকদের বিপক্ষে ১৩৭ রানে পরাজিত হওয়া লংকানরা এখন খাদের কিনারায়। আজ আফগানিস্তানের বিপক্ষে হারলেই এশিয়া কাপ শেষ হয়ে যাবে শ্রীলংকার।

    এমন কঠিন সমীকরণের ম্যাচে ফিরেই দলের ত্রাতার ভূমিকায় আকিলা। দলকে ব্রেক থ্রু এনে দেন তিনি। এই অফ স্পিনারের বলে বিভ্রান্ত হয়ে সাজঘরে আফগানিস্তানের মারমুখী ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। অবশ্য তার আগে এহসানউল্লাহর সঙ্গে উদ্বোধনীতে ৫৭ রান যোগ করেন শাহজাদ। সাজঘরে ফেরার আগে ৪৭ বল খেলে ৩৩ রান যোগ করেন শাহজাদ।

    সংক্ষিপ্ত স্কোর

    আফগানিস্তান ইনিংস: ২৪৯ (৫০ ওভার)

    (মোহাম্মদ শাহজাদ ৩৪, ইহসানুল্লাহ ৪৫, রহমত শাহ ৭২, আসঘার আফগান ১, হাশমতউল্লাহ শহীদি ৩৭, মোহাম্মদ নবী ১৫, নাজিবউল্লাহ জাদরান ১২, গুলবদিন নাইব ৪, রশীদ খান ১৩, আফতাব আলম ৭*, মুজিব উর রহমান ০; লাসিথ মালিঙ্গা ১/৬৬, দুশমান্থ চামিরা ১/৪৩, থিসারা পেরেরা ৫/৫৫, আকিলা ধনঞ্জয়া ২/৩৯, ধনঞ্জয়া ডি সিলভা ০/২২, শিহান জয়াসুরিয়া ১/২২)।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close