• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আমি সাত বছরে যা পারিনি, শিক্ষার্থীরা তা পেরেছে : কাদের

প্রকাশ:  ১৮ আগস্ট ২০১৮, ১৪:২১ | আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৪:২৫
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই আন্দোলনের যৌক্তিকতা আছে। তাদের দাবিগুলো যৌক্তিক। আমি সাত বছরে যাদের কারণে সফল হতে পারিনি, যা করতে পারিনি শিক্ষার্থীরা তা পেরেছে, শিক্ষার্থীরা তাদের টনক নাড়িয়ে দিয়েছে।

শনিবার (১৮ আগস্ট) দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আগামী সংসদ নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, নির্বাচন প্রক্রিয়া থাকবেই। এ প্রক্রিয়া পরিবর্তন করা হবে না। এটা সংবিধানের বিধান। এই বিধান থেকে আগামী নির্বাচনে সরে আসার সুযোগ নেই। এ ধরনের আবদার মামা বাড়ির আবদার।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার্থীেদের যে কথা দিয়েছেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন। শিক্ষার্থীদের বেপরোয়া হওয়ার কোনো কারণ নেই।

সভায় মন্ত্রী শিক্ষামন্ত্রীকে প্রাইমারি লেভেল থেকে ট্রাফিক রুলস সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার জন্য কোর্স চালু করার অনুরোধ জানান।

ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল বাবু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা প্রমুখ।

/রবিউল

ওবায়দুল কাদের
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close