• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নজর কাড়লো ‘কালা মানিক’

প্রকাশ:  ১৭ আগস্ট ২০১৮, ১৬:১৬ | আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৬:২৬
নিজস্ব প্রতিবেদক

কোরবানির ঈদের আর ক’দিন বাকি। কোরবানির পশুর হাটগুলো প্রায় প্রস্তুত। তবে এখনও হাটে গরু আমদানি পুরোপুরি জমে ওঠেনি। দেশের সবচেয়ে বড় গাবতলি পশুর হাটে কোরবানির গরুর আমদানি সামান্য। ব্যবসায়ীরা বলছেন, আজ রাত থেকে ভরে উঠতে থাকবে পশুর হাট।

গাবতলি পশুর হাটের প্রবেশপথে বিশাল আচ্ছাদনের মধ্যে হঠাৎ চোখে পড়লো উৎসুক জনতার সমাগম। সবাই দাঁড়িয়ে কালো রঙের একটা গরু দেখছেন। দূর থেকে দেখে মনে হচ্ছে হাতি দাঁড়িয়ে। বিশালদেহী গরুটির নাম ‘কালা মানিক’।

গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেলার হালশা গ্রাম থেকে গরুটি এসেছে রাজধানীর গাবতলীর হাটে। গরুটির মালিক ‘কালা মানিক’র দাম হাঁকাচ্ছেন ২০ লাখ। এখনও পর্যন্ত ১১ লাখ টাকা দাম উঠেছে হাটে। ‘কালা মানিক’র বয়স সাড়ে তিন বছর।

গরুটির দেহের ওজন ৪২ মণ বলে দাবি ‘কালা মানিক’র মালিক দুলাল ব্যাপারীর। একবছর আগে দিনাজপুর জেলার একটি ফার্ম থেকে ‘কালা মানিক’কে কেনা হয়।

গরুটির মালিকের দাবি, এক বছরে ১শ’ কেজি ছোলা, ৩শ’ কেজি খুদের ভাত খাওয়ানো হয়েছে ‘কালা মানিক’কে। পাশাপাশি ৬০ বস্তা (প্রতি বস্তা ৫৫ কেজি) গমের ছাল খাওয়ানো হয়েছে। চিটা গুড়, খৈল, ধানের খড় খাওয়ানো হতো। প্রতিদিন ৩০ কেজি খাবার লাগে ‘কালা মানিক’র।

দুলাল ব্যাপারী জানান, কালা মানিক’র জন্য দৈনিক খরচা এক হাজার টাকা। একবছরে তিন লাখের উপরে খরচা করেছেন। তাই দাম চাইছেন ২০ লাখ টাকা। তবে ১১ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে বলে জানান তিনি।

/অ-ভি

নজর,কালা মানিক,কোরবানি,ঈদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close