• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রয়াণে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী

প্রকাশ:  ১৬ আগস্ট ২০১৮, ১৮:২৮ | আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৮:৩৬
আন্তর্জাতিক ডেস্ক

না ফেরার দেশে চলে গেলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। বৃহস্পতিবার (১৬ আগস্ট) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বিকেলে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে (এইএমএস) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এ খবর নিশ্চিত করেছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

উল্লেখ্য, বার্ধক্যজনিত নানা রোগে ৯ সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বাজপেয়ী। কিন্তু গত ২৪ ঘণ্টায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।

তার পারিবারিক সূত্রে জানা যায়, ১১ জুন কিডনি সংক্রামণ, মূত্র ত্যাগে জটিলতা, শ্বাসকষ্ট জনিত কারণে এইমস হাসপাতালে ভর্তি হন বাজপেয়ী। তিনি ডায়াবেটিকেও ভুগছিলেন। একটি কিডনিতে চলছিল তার শরীর। ২০০৯ সালে স্ট্রোক করে ডিমনেশিয়া রোগে আক্রান্ত হন বাজপেয়ী।

প্রসঙ্গত, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অটলবিহারী বাজপেয়ী। প্রথম দফায় তেরো দিন, দ্বিতীয় দফায় তেরো মাস আর তৃতীয় দফায় পূর্ণ সময়ের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্বভার সামলেছেন তিনি।

/রবিউল

বিহারী বাজপেয়ী,ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close