• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘সাংবাদিক নিপীড়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

প্রকাশ:  ১১ আগস্ট ২০১৮, ১৫:২৪
কুমিল্লা সংবাদদাত

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, আমি কিন্তু অলরেডি আমাদের নিরাপত্তা বাহিনীকে বলেছি, যে ভিডিও ফুটেজগুলো দেখে এবং তদন্ত করে সাংবাদিকদের যারা নির্যাতন করেছে কিংবা নিপীড়ন করেছে তাদের খুঁজে বের করতে এবং আমরা সেই ব্যবস্থা নেব।

শনিবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, এই মুহূর্তে কিডনি কিংবা ক্যানসার এইটা মেইন ঘাতক নয়। মেইন ঘাতক কিন্তু আমাদের রোড এক্সিডেন্ট। আর এগুলো তো ধরেন, এক্সিডেন্ট হয় নানা কারণে। চালকের যে দোষটি, পাশাপাশি আমাদের গাড়ি যে ফিটনেসবিহীন থাকে। তারপর নানা ধরনের এই গাড়িগুলো যে চলে আপনার। যেই পরিমাণ গাড়ি আছে, তার বিরাট অংশের ফিটনেস নাই। সেগুলো রাস্তায় চলে।

মানুষ ট্রাফিক আইন মানতে চায় না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক্সিডেন্ট ঘটলেই তখন ঘটল কেন সেই জিজ্ঞাসাটা সবার কাছে চলে আসে। কিন্তু কেউ ট্রাফিক আইন সহজে মানতে চায় না। যত্রতত্র দৌঁড় দিবে। যত্রতত্র মানুষ দৌঁড় না দিলেও গরু একটা দৌঁড় দিলে, গাড়ির চালক সে নিয়ন্ত্রণ করতে পারবে কি না সেইটার দিকে কেউ তাকায় না।

পরে বুড়িচং থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

/অ-ভি

স্বরাষ্ট্রমন্ত্রী,আসাদুজ্জামান খাঁন কামাল,সাংবাদিক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close