• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বঙ্গবন্ধু মেডিকেলে ফটো সাংবাদিক শহিদুল আলম

প্রকাশ:  ০৮ আগস্ট ২০১৮, ১০:৫৭
নিজস্ব প্রতিবেদক

দৃক ফটোগ্যালারির প্রতিষ্ঠাতা ও ফটো সাংবাদিক ড. শহিদুল আলমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে।

বুধবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৃক গ্যালারির মহাব্যবস্থাপক এ এস এম রেজাউর রহমান।

সম্পর্কিত খবর

    তিনি বলেন, ডিবি কার্যালয় থেকে সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

    তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় রিমান্ডে থাকা ফটো সাংবাদিক শহিদুল আলমকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য অবিলম্বে বিএসএমএমইউয়ে পাঠাতে মঙ্গলবার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

    ‘মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট’ করার অভিযোগে রোববার রাতে শহিদুল আলমকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করে ডিবি পুলিশের একটি দল। পরে রমনা থানায় তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হয়। আদলত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    উল্লেখ্য, বাংলাদেশের ছাত্র বিক্ষোভ নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন শহিদুল আলম।

    /এসএম

    শহিদুল আলম
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close