• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল দুইজনের

প্রকাশ:  ১৩ জুন ২০১৮, ১২:১১ | আপডেট : ১৩ জুন ২০১৮, ১৩:৫১
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ শহরতলীর দিগারকান্দা এলাকায় দাঁড়ানো সিএনজিকে মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছে। এঘটনায় অন্তত আরও অজ্ঞাত ৫জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ মমেক হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন।

বুধবার (১৩ জুন) সকালে শহরতলীর দিগারকান্দা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে কর্মরত কনস্টেবল সাইফুল ইসলাম (৩০) ও সিএনজি চালক আব্দুল হাসিম (২৫)।

এ বিষয়ে গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি মো আমির হোসেন পুলিশ সদস্যের পরিচয় নিশ্চিত করে বলেন, সাইফুল ইসলাম কাল ঈদের ছুটি নিয়ে নিয়ে বাড়ির উদ্যেশ্য গেছে। শুনলাম তিনি ট্রাক চাপায় নিহত হয়েছেন।

কোতোয়ালী মডেল থানা পুলিশের এসআই নাজমুল হক প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক বাইপাস মোড় গোলচত্বরে পৌছলে যাত্রী অপেক্ষায় থাকা কয়েকটি সিএনজি এবং বাসের জন্য দাড়িয়ে থাকা ওই দুইজনকে চাপা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে তিনি জানান, আবুল হাশেম ফুলবাড়িয়া উপজেলার শুভরিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।পুলিশ কনস্টেবল সাইফুল ইসলামের বাড়ি জামালপুর জেলায়। তিনি গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন বলে জানা গেছে। ঈদের ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার জন্য গোল চত্বরে বাসের অপেক্ষায় ছিলেন তিনি।পুলিশ ট্রাকটি আটক করে থানা হেফজতে নিয়েছে। ট্রাক ফেলে চালক পালিয়েছে ।

ময়মনসিংহ,ট্রাকচাপায়,নিহত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close