• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিহারি ক্যাম্পে মাদকবিরোধী অভিযান, আটক শতাধিক

প্রকাশ:  ২৬ মে ২০১৮, ১২:৪৭ | আপডেট : ২৬ মে ২০১৮, ১৩:৪৭
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে বিহারি ক্যাম্প ঘিরে মাদকবিরোধী অ‌ভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)। শনিবার (২৬ মে) সকাল ৮টার দিকে শুরু হওয়া অভিযান চলে দুপুর প্রায় সাড়ে ১২টা পর্যন্ত।

এ অভিযানে শতাধিককে আটক করা হলেও অভিযান শেষে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান বলেন, যাচাই-বাছাই করার পর যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া যাবে তাদের আটক রেখে বাকিদের ছেড়ে দেওয়া হবে।

তবে কতজনকে আটক করা হয়েছে সে সংখ্যা জানতে চাইলে সুনির্দিষ্ট কিছু বলেননি তিনি।

বিহারী ক্যাম্পে অভিযান শেষে মুফতি বলেন, জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা আজকের নয়, অনেক পুরনো। অনেকের ধারণা ছিল ঘনবসতির কারণে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান পরিচালনা করা কঠিন। আমরা সে বিষয়টি বিবেচনায় নিয়ে একাধিক টিম নিয়ে অভিযান চালিয়েছে।

অভিযান সফল দাবি করে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

বিহারী ক্যাম্পের মাদকব্যবসায়ীদের হুঁশিয়ারনকরে দিয়ে মুফতি বলেন, জেনেভো ক্যাম্পে যারা মাদক ব্যবসা করেন তারা মাদক ব্যবসা ছেড়ে দেন। আমরা আর কোনও মতেই জেনেভে ক্যাম্পে মাদক ব্যবসা হতে দেব না। যে বা যারাই জড়িত থাকুক না কেন আমার এখানে অভিযান চালাতে থাকব।

অভি

বিহারি ক্যাম্প,মাদকবিরোধী অভিযান,আটক,র‌্যাব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close