• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি নিহত

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৭ | আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০৮
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার চকরিয়া থানার বদরখালির নাপিতখালিতে সন্ত্রাসীদের সাথে র‍্যাবের ‘কথিত’ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ৪র্থ শ্রেণীর শিশু ধর্ষণ মামলার আসামী আনোয়ার হোসেন উরফে আনু মিয়া (৫৯) এর গুলিবিদ্ধ দেহ এবং ০১ টি ওয়ান-শুটার গান, ০৩ রাউন্ড গুলি ও ২ টি খালি খোসা উদ্ধার করে র‍্যাব ৭, কক্সবাজার। উল্লেখ্য ১১ ফেব্রুয়ারি দিবাগত রাতে চতুর্থ শ্রেণী পড়ুয়া নয় বছর বয়সী এক শিশুকে আনু মিয়া ধর্ষণ করে। তার বিরুদ্ধে পরদিন চকরিয়া থানায় ধর্ষণ মামলা রুজু হয়।

র‌্যাব কক্সবাজার ক্যাম্পের কমান্ডার মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে বদরখালি ইউনিয়নের নাপিতখালি এলাকায় র‌্যাব অভিযান চালায়। এই সময় র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময় হয়।

সম্পর্কিত খবর

    তিনি জানান, গোলাগুলি থামলে ঘটনাস্থলে আনোয়ার হোসেন ওরফে আনু মিয়ার (৫৯) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় হাসপাতালের চিকিৎসকরা আনুকে মৃত ঘোষণা করেন।

    চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মরদেহ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close