• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গত বছর সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছে ৩৮৪৫ শিশু

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০১৮, ১৫:৪২ | আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৫:৪৩
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ২০১৭ সালে ৩ হাজার ৮৪৫ টি শিশু নির্যাতনের শিকার হয়েছে। যা ২০১৬ সালের তুলনায় সামগ্রিকভাবে নির্যাতন-নিপিড়ন ও হত্যা-ধর্ষণের চেয়ে বেশী।

ঢাকা রির্পোটাস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বেশ কয়েকটি জাতীয় দৈনিকের উপর পর্যালোচনা করে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের এ প্রতিবেদন প্রকাশ করে।

সম্পর্কিত খবর

    রির্পোটে বলা হয়,প্রতি মাসে গড়ে ২৮ জন শিশু হত্যা ও ৪৯ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। ২০১৬ সালে ৩ হাজার ৫৮৯ টি শিশু নির্যাতনের শিকার হয়েছিল। আর ২০১৭ সালে ৩ হাজার ৮৪৫ টি শিশু নির্যাতনের শিকার হয়েছে।

    যার মধ্যে ১৭১০ টি শিশু বিভিন্ন ধরনের অপমৃত্যুর শিকার হয়েছে আর ৮৯৪ টি শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে শিশু নির্যাতন বেড়েছে ৭ দশমিক ১৩ শতাংশ। যার মধ্যে অপমৃত্যু বেড়েছে ১৮ দশমিক ৬৭ শতাংশ আর যৌন নির্যাতন বেড়েছে ৩০ দশমিক ৩২ শতাংশ।

    প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত বছর শিশু নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশী ঘটেছে রাজধানীর ঢাকায়। এরপরেই রয়েছে গাজিপুর ও নারায়নগঞ্জের অবস্থান।

    সার্বিকভাবে খোঁজ নেওয়া হলে পরিস্থিতি আরো ভয়াবহ ভাবে ধরা পড়বে বলে মনে করে শিশু অধিকার ফোরাম।

    /মজুমদার

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close