• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তিন দিন টেকনাফ-সেন্টমার্টিনে নৌ চলাচল বন্ধ রয়েছে

প্রকাশ:  ১৫ আগস্ট ২০১৮, ১৩:৪৪
কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গত কয়েকদিন ধরে সাগর উত্তাল রয়েছে। ফলে তিনদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। বৈরি আবহাওয়ার কারণে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত এ রুটে কোনো ধরনের নৌ-যান চলাচল করেনি বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নূর আহাম্মদ।

নূর আহাম্মদ জানান, যাতায়াত বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপের প্রায় দু’শ বাসিন্দা টেকনাফে আটকা পড়েছেন। এদের মাঝে বেশ কয়েকজন ব্যবসায়ী রয়েছেন। যারা কোরবানির ঈদ বাজারের মালামাল কিনতে সেখানে গিয়েছিলেন। বাকিরা সাধারণ অধিবাসী।

টেকনাফ সদরে যাদের আত্মীয়-স্বজন রয়েছে তারা সেসব পরিবারে উঠেছেন আর যাদের স্বজন নেই তাদের নির্ভর করতে হচ্ছে আবাসিক হোটেলের ওপর। আসা-যাওয়া দু’দিনের খরচ নিয়ে যারা গেছেন অতিরিক্ত সময় থাকতে গিয়ে তারা ভোগান্তিতে পড়েছেন বলে উল্লেখ করেন তিনি।

চেয়ারম্যান আরো জানান, নৌ-রুটের নিয়মিত যান বন্ধ থাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের সঙ্কটও দেখা দিতে পারে। এসব বিষয়ে উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে ।

সেন্টমার্টিন দ্বীপের ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আলম জানান, সাগর উত্তাল থাকায় কয়েকদিন ধরে নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় প্রশাসনের নির্দেশে রোববার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে কোনো নৌ-যান চলাচল করেনি। বৈরি আবহাওয়া কেটে গেলে পুনরায় নৌ-যান চলাচল শুরু হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে সেন্টমার্টিন নৌ-রুটে যান চলাচল বন্ধ রয়েছে। তবে দ্বীপে কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে কিনা সে বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। বৈরী আবহাওয়া কেটে সাগরের পরিস্থিতি শান্ত হলে পুনরায় নৌ চলাচল শুরু হবে।

ওএফ

সেন্টমার্টিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close