• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী মালেক নিহত

প্রকাশ:  ১৩ আগস্ট ২০১৮, ১৫:৫৩
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে দুই সন্ত্রাসী বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ এলাকার শীর্ষ সন্ত্রাসী আব্দুল মালেক (৩৭) নিহত হয়েছেন।

সোমবার (১৩ আগস্ট) দুপুরে মহেশখালী পাহাড়ে সংগঠিত ওই বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশ ৫টি বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৫০০ পিচ ইয়াবা ও ২০ কেজি মদ উদ্ধার করা হয়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, সোমবার বেলা ১১টার দিকে আমরা সংবাদ পায় উপজেলার শাপলাপুরের পাহাড়ি এলাকায় দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বন্দুকযুদ্ধ চলছে।

সংবাদ পেয়ে দ্রুত ওসির নেতৃত্বে পুলিশের একটি ইউনিট ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৬ রাউন্ড গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে পাহাড়ে অভিযান চালিয়ে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, এলাকাটি সন্ত্রাসীদের আস্তানা হিসেবে ব্যবহৃত হতো। পুলিশ ওখান থেকে ২০ কেজি মদ, ৫টি বন্দুক, ১০ রাউন্ড গুলি ও ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করে।

নিহত আব্দুল মালেক উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার মৃত বশির আহমদের ছেলে। তার বিরুদ্ধে থানায় ৮টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

জানা গেছে, স্থানীয় ফেরদৌস বাহিনী ও কোদাইল্লা বাহিনীর মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।

/পি.এস

কক্সবাজার,বন্দুকযুদ্ধে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close