• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চীন সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রকাশ:  ২৩ জুন ২০১৮, ১২:১৫ | আপডেট : ২৩ জুন ২০১৮, ১২:২১
আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার রাতে চীন সফরে যাওয়ার কথা ছিলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগে চীন সফর বাতিল করেছেন তিনি। বিকেলে সংবাদ সম্মেলন করে রাজ্য সরকারের অর্থমন্ত্রী অমিত মিত্র ও মুখ্যসচিব মলয় দে মুখ্যমন্ত্রীর সফর বাতিলের বিবৃতি পড়ে শোনান।

বিবৃতিতে মমতা বলেন, 'গত মার্চে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ আমাকে একটি প্রতিনিধি দল নিয়ে চীন যাওয়ার প্রস্তাব দেন। আমি তা গ্রহণ করেছিলাম। শেষ পর্যায়ে এসে বেইজিংয়ে রাজনৈতিক বৈঠকগুলি যথাযথ স্তরে হওয়ার ব্যাপারে চীন সরকারের তরফে কোনও নিশ্চয়তা মেলেনি। এমন পরিস্থিতিতে সফরের কোনও মানেই হয় না।'

অমিত মিত্র বলেন, 'আমাদেরও একটা মান-মর্যাদা আছে। সেটাই সর্বাগ্রে মাথায় রাখা হয়েছে।'

পূর্বপশ্চিম বিশ্বকাপ কুইজে অংশ নিতে ক্লিক করুন।

শুক্রবার রাতে চীনের কলকাতাস্থিত উপদূতাবাসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'মুখ্যমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত করতে চীন আপ্রাণ চেষ্টা করছিল। যে সময় এই সফর বাতিলের কথা ঘোষিত হয়েছে, তখনও গুরুত্বপূর্ণ বৈঠকগুলির ব্যাপারে চীনের চেষ্টায় খামতি ছিল না। ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগও রাখা হচ্ছিল।'

তবে চীনের এই বিবৃতির পর বিস্মিত হয়েছে মমতার প্রশাসনের উর্ধ্বতন ব্যক্তিরা। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী বিমানে ওঠার কয়েক ঘণ্টা আগেও বৈঠকসূচি চূড়ান্ত করার ব্যাপারে 'চেষ্টা' করা অর্থহীন। কারণ, এই ধরনের সফরের পুঙ্খানুপুঙ্খ অনেক আগেই ঠিক হয়ে যাওয়ার কথা।

চীন সফর,মমতা বন্দ্যোপাধ্যায়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close