• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আরটিভিতে ‘মোহমায়া’

প্রকাশ:  ২০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৮
বিনোদন প্রতিবেদক

জয় একজন সাইক্রিয়াটিস্ট আর মিতু জয়ের স্ত্রী। মিতু বেশ ধৈর্যশীল, শান্ত স্বভাবের ও মিষ্টি একটি মেয়ে। তারা দুজন স্বাভাবিক দাম্পত্য জীবন-যাপন করতে থাকে। মিতুর প্রতিটি ব্যাপারই জয় গুরুত্ব দেয়। মিতুও জয়ের সাথে তার সম্পর্কের ব্যাপারে খুব সচেতন। হঠাৎ হাসান নামের এক মানসিক রোগী জয়ের কাছে আসে। জয় হাসানের চিকিৎসা করতে থাকে। চিকিৎসা চলাকালীন সময়ে জয় ও হাসানের মাঝে একধরনের ঘনিষ্ঠতা তৈরি হয়। হাসান আসার কারণে জয় ও মিতুর দাম্পত্য জীবনে একটি অজানা গল্পের সূত্রপাত ঘটে। এমনই একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে একক নাটক ‘মোহমায়া’।

নাটকটির গল্প লিখেছেন শুভ্র শরখেল। নাটকটি নির্মাণ করছেন আর কে সরকার। এতে প্রধান চরিত্রে রূপদান করেছেন শ্যামল মাওলা, এফ এস নাঈম ও ঊর্মিলা শ্রাবন্তী কর।

সম্পর্কিত খবর

    নাটকটি সম্পর্কে শ্যামল মাওলা বলেন, ‘নাটকটির গল্প খুবই চমৎকার। যখন গল্পটি আমি পড়ি মনে হয়েছে বর্তমান সময়ের গতানুগতিক ধারার চেয়ে ভিন্ন কিছু দর্শক উপভোগ করতে পারবে।’

    উর্মিলা শ্রাবন্তী কর বলেন, ‘নাটকটির গল্পটা অসাধারণ। পরিচালকও খুব যত্ন নিয়ে কাজটি করছেন। শ্যামল ভাইয়ের সাথে কাজ করতে সবসময় ভালো লাগে। নাটকটি দর্শকদের একটু হলেও ভাবাবে।’

    ‘মোহমায়া’ নাটকটি আজ রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে ।

    /এ আই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close