• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সৌদির প্রচারণামূলক ছবিতে টুইটারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

প্রকাশ:  ২৪ অক্টোবর ২০১৮, ১৮:৪৩
আন্তর্জাতিক ডেস্ক

ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়েছে ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে। আন্তর্জাতিক মহলের চাপে ইতোমধ্যে হত্যার কথা স্বীকার করেছে সৌদি আরব। এতে আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে সৌদি আরব। এরই মধ্যে খাশোগির দুই ছেলেকে আমন্ত্রন জানিয়ে সেই ছবি টুইটারে প্রকাশ করে আবারও সমালোচনার মুখে পড়েছে সৌদি আরব।

মঙ্গলবার (২৩ অক্টোবর) রিয়াদে ইয়ামামা প্রাসাদে খাশোগির দুই ছেলে সালাহ ও সাহেলকে অভ্যর্থনা জানান বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ। তারা খাশোগি নিহত হওয়ার ঘটনায় তার পরিবারের প্রতি সমবেদনা জানান। অভ্যর্থনা অনুষ্ঠানে সৌদি যুবরাজের সঙ্গে খাসোগির ছেলের করমর্দনের একটি ছবিটি টুইটারে প্রকাশ করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ক্ষুব্ধ হয়ে উঠে অ্যাকটিভিস্ট-লেখক-আইনজীবী ও সাংবাদিকসহ সাধারণ মানুষও। সৌদির এই কাজকে ভণ্ডামো আখ্যা এটাকে ‘প্রচারণামূলক’ ছবি বলছেন সবাই।

সম্পর্কিত খবর

    এদিকে সৌদি আরব বলছে, সমবেদনা জানাতেই খাশোগি পুত্রকে রাজদরবারে ডাকা হয়েছিল।

    এই ঘটনায় টুইটারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন সবাই।

    লেখিকা মানাল আল শরিফ টুইটারে লিখেছেনঃ ‘সমবেদনা গ্রহণ করার জন্য তাদেরকে রাজদরবারে নিয়ে আসা হয়েছে। তার চেহারার দিকে তাকিয়ে দেখুন। ছবিটি দেখে আমার চিৎকার করতে ও বমি করে দিতে ইচ্ছে করছে।’

    ইরানি বংশোদ্ভূত মার্কিন লেখক ত্রিতা পার্সি লিখেছেনঃ ‘খুনের শিকার হওয়া ব্যক্তির ছেলেকে ডেকেছেন খুনি। মিথ্যাভাবে নিজেদের জবাবদিহিপূর্ণ মনোভাব প্রদর্শনের প্রচেষ্টা ছাড়া এ কিছু নয়। বাবার খুনিকে সুরক্ষা দেওয়ার এ প্রচেষ্টায় শামিল হতে বাধ্য হওয়ায় জামাল খাশোগির ছেলে কতটা কষ্ট ও আতঙ্কে আছে তা বুঝতে পারছি।’

    আল-জাজিরার সংবাদবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক কামাল সান্তামারিয়া লিখেছেনঃ ‘বাম পাশে, জামাল খাশোগির ছেলে সালাহ, ডানপাশে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এটা কতটা বেদনাদায়ক তা কি আপনারা কল্পনা করতে পারছেন?’

    উল্লেখ্য, ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ব্যক্তিগত কাজে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি। শুক্রবার (১৯ অক্টোবর) প্রথমবারের মতো তার নিহত হওয়ার কথা স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। তবে সৌদির দেয়া ব্যাখ্যাকে প্রত্যাখ্যান করে তাদের সুস্পষ্ট ব্যাখ্যা দিতে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহল।

    -এসএমএ

    সৌদির প্রচারণামূলক ছবি,টুইটারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া,জামাল খাশোগি
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close