• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের মহড়া, বাড়ছে উত্তেজনা

প্রকাশ:  ২৩ অক্টোবর ২০১৮, ১৬:০৯
আন্তর্জাতিক ডেস্ক

স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানের প্রণালীতে দু'টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়াতেই এই কাজ করেছে যুক্তরাষ্ট্র।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রণালীতে দু'টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। জাহাজ দু'টি ইতোমধ্যে তাইওয়ান প্রণালীতে মহড়া দিচ্ছে। এটি চলতি বছরের দ্বিতীয়বারের মতো মহড়া।

সম্পর্কিত খবর

    চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চলছে আমেরিকার। এর মধ্যেই তারা এই পদক্ষেপ নিয়েছে।

    অন্যদিকে এ ব্যাপারে প্রশান্ত মহাসাগরের মার্কিন কমান্ডের উপ-মুখপাত্র নেটে ক্রিসটেনসেন বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোন স্থানে মার্কিন নৌবাহিনী মহড়া চালাতে পারে। তার জেরেই প্রশান্ত মহাসাগরকে স্বাধীন ও মুক্ত করতে মার্কিন যুদ্ধজাহাজ মহড়া দিচ্ছে।

    উল্লেখ্য, এর আগে ২০০৭ সালেও প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে তাইওয়ান প্রণালী দিয়ে বিমানবাহী যুদ্ধজাহাজ নিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। চীন এই দ্বীপটিকে নিজেদের বলে দাবি করলেও তাইওয়ানরা নিজেদের স্বাধীন বলেই মনে করেন।

    -এসএমএ

    তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের মহড়া
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close