• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভারতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা বেলুন, আটক ৭

প্রকাশ:  ২০ অক্টোবর ২০১৮, ১৭:৫২
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপালের একটি মার্কেটে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা বেলুন বিক্রির অভিযোগে চার নারীসহ সাতজনকে আটক করেছে স্থানীয় পুলিশ।

এ ব্যাপারে পুলিশ সুপার সন্তোষ সিং গর বলেন, সাতজন পাকিস্তানপন্থির বেলুন বিক্রির খবর আমরা ফোনের মাধ্যমে পাই। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করেছি। তাদের প্রত্যেকেই অশিক্ষিত।

তিনি আরও বলেন, তবে তাদের কাছ থেকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লিখা কোনো বেলুন আমরা উদ্ধার করতে পরিনি। কিন্তু যে বেলুনগুলো উদ্ধার করতে পেরেছি সেগুলোতে তারার ছবি ছিল।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বেলুনের ছবিগুলোতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা আছে।

উল্লেখ্য, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা বেলুনগুলো নিশ্চিহ্ন করে ফেলা হয় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে কোন দোকান থেকে বেলুনগুলো সংগ্রহ করা হয়েছিল তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

-এসএমএ

ভারত,পাকিস্তান জিন্দাবাদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close