• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নারী ও পুরুষের পার্থক্য নেই : প্রিন্স সালমান

প্রকাশ:  ১৯ মার্চ ২০১৮, ১৩:৪৭
আন্তর্জাতিক ডেস্ক

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, নারীরা পুরোপুরি পুরুষের সমান উল্লেখ করে নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি রবিবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে এ কথা বলেন।

সিবিএসের অনুষ্ঠানে যুবরাজ সালমানকে নারীরা কি পুরুষের সমান প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, ‘কেন নয়, পুরোপুরি। সবাই মানুষ এবং নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই।’

সম্পর্কিত খবর

    নিজেকে গান্ধী বা ম্যান্ডেলা নন উল্লেখ করে (তার) বিলাসবহুল জীবনযাপনের জন্য সমালোচনার বিষয়ে সালমান বলেন, ‘আমি দরিদ্র নই, একজন ধনী মানুষ। আমার ব্যক্তিগত জীবনাযাপনের খরচাখরচ নিয়ে বেশি কিছু বলার নেই।’

    সৌদি নারীদের জন্য কর্মক্ষেত্রে পুরুষের সমান মজুরি নিশ্চিত করতে একটি নিয়ম জারি করার জন্য সৌদি সরকার কাজ করছে বলেও সাক্ষাতকারে জানান দেশটির প্রভাবশালী এ যুবরাজ।

    প্রসঙ্গত ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের গোঁড়া ধর্মীয় রীতিনীতি ও সামাজিক সংস্কারে নেতৃত্ব দিচ্ছেন। সৌদি অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে মুক্ত করতে বিভিন্ন বেসরকারি প্রকল্প গ্রহণ করেছেন। এছাড়া তার সংস্কারের অংশ হিসেবে সৌদি নারীরা এরই মধ্যে গাড়ি চালানো ও স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি পেয়েছেন। দীর্ঘ কয়েক দশক ধরে বন্ধ থাকা চলচ্চিত্র প্রদর্শনও শুরু হয়েছে দেশটিতে। সূত্র: নিউ ইয়র্ক টাইমস

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close