• সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১
  • ||
শিরোনাম

রাণীনগরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশ:  ২৯ জুন ২০২৪, ১৬:৫৬
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি

“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল“ এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম বালুভরা যুব সংঘের আয়োজনে শুক্রবার বিকেলে খেলাটি উপজেলার বালুভরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় স্থানীয় পশ্চিম বালুভরা টাইগার দল ২-০ গোলে পশ্চিম বালুভরা লায়ন্স দলকে হারিয়ে জয়লাভ করে। এদিন খেলা শেষে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী-বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মিল্টন খন্দকার।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মীর মোয়াজ্জেম হোসেন লিটন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল মাস্টার, সম্পাদক নয়ন খান, জয়নাল আবেদীন হিল্লোল প্রমূখ। এসময় প্রধান অতিথি বলেন লেখাপড়ায় ভালো ও মেধাবী হতে হলে অবশ্যই খেলাধুলাতেও ভালো হতে হবে।

নিয়মিত খেলাধূলা করলে মাদক থেকে দূরে থাকা যেমন সম্ভব তেমনি ভাবে শারীরিক ও মানসিক সুস্থ্যতায় নিজেকে গড়ে তোলা সম্ভব। তাই প্রতিটি এলাকায় নিয়মিত এই ধরণের গ্রামীণ খেলাধুলার আয়োজনের কোন বিকল্প নেই। আমাগীতেও এই ধরণের আয়োজন বেশি বেশি করার প্রতি তিনি অনুরোধ জানান।

রানীনগর,ফুটবল টুর্নামেন্ট

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close