• সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১
  • ||
শিরোনাম

ফতুল্লায় আগুনে পোড়া ট্রলারটি ডুবিয়ে দেওয়া হলো

প্রকাশ:  ২৭ জুন ২০২৪, ১৬:২৫
পূর্বপশ্চিম ডেস্ক

ফতুল্লায় আগুন লাগা জ্বালানি তেলের ড্রামবাহী ট্রলারটি বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৬ জুন) রাত ৯ টার দিকে ট্রলারটি বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ।

এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে ট্রলারটি এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ট্রলারের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। বিকেল ৩ টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সন্ধ্যা ৭টার দিকে তা পুনরায় জ্বলে উঠে। একপর্যায়ে ট্রলারটি জ্বলন্ত অবস্থায় মাঝনদীতে চলে যায়। এ কারণে আগুন নেভানো শেষে ট্রলারটিকে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।

জানা গেছে, পুড়ে যাওয়া ট্রলারটির নাম এমভি মনপুরা। এটির মালিকের নাম সেলিম মিয়া।

এদিকে, গতকাল সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। এসময় তিনি বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বিকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে, এ ঘটনার জন্য কারও কোনো গাফিলিতি আছে কি না, পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে।

আগুন,ট্রলার,নদী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close