• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

চট্টগ্রাম পল্লী বিুদ্যৎ সমিতি-২ কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

প্রকাশ:  ১০ মে ২০২৪, ১৩:০৭
নেজাম উদ্দিন রানা, রাউজান প্রতিনিধি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাড়ে পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

৯ মে বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ের সামনে ব্যানার, পেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে টানা পঞ্চম দিনের মতো এ কর্মসূচি পালন করছেন আন্দোলন কারীরা। এ সময় আন্দোলনকারীরা স্লোগান ধরে অবিলম্বে সকল দাবি-দাওয়া মেনে নেওয়ার যৌক্তিক দাবী তুলে ধরেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে গত ৫ মে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী।

এরই অংশ হিসেবে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ের সামনে টানা কর্মবিরতি পালন করছে আন্দোলনকারীরা। সংশ্লিষ্টরা জানান, পল্লী বিদ্যুৎ সমিতি দেশের প্রায় ৪ কোটি গ্রাহককে (৮০ শতাংশ) বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত রয়েছে। বিআরইবি দ্বারা নিয়ন্ত্রিত এসব সমিতির কর্মকর্তা-কর্মচারী প্রতিনিয়ত নানান বৈষম্যের শিকার হচ্ছেন।একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ, পদবী, পদোন্নতি, বেতন গ্রেড, সাপ্তাহিক ছুটি, একই প্রতিষ্ঠানে একই পদে নিয়মিত এবং চুক্তিভিত্তিক নিয়োগ, লোকবলের স্বল্পতাসহ সব ক্ষেত্রেই বৈষম্যের শিকার সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

এসব বৈষম্যের বিষয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। বরং এসব ন্যায়সংগত অধিকারের কথা বললেই নানাভানে হয়রানি করা হয়। বিদ্যমান বৈষম্যগুলো দূর করে বাপবিবো এবং পবিস একই সার্ভিস কোড পরিচালনা করা, ৫ শতাংশ প্রনোদনা জুলাই-২৩ হতে কার্যকর। ২০১৫ সালের জুলাই হতে সমধাপে কার্যকর, ৪০০ ইউনিট বিদ্যুৎ বিল ভাতা, ২দিন সাপ্তাহিক ছুটি, নির্ধারিত কর্মঘন্টা, অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম/ডিষ্টারবেন্স এলাউন্স, চিকিৎসা ভাতা, অডিটের নামে হয়রানি না করাসহ সরকার প্রদত্ত সকল সুযোগ-সুবিধা বিআরইবির ন্যায় সমিতির জন্যও বাস্তবায়ন চান তারা।

আন্দোলনকারীরা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈতনীতির কারণে বিভিন্ন সুযোগ-সুবিধা হতে বঞ্চিত হচ্ছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী। দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়ে আসছে। এদিকে চলমান কর্মবিরতির কারণে বিদ্যুৎ অফিসে আসা সেবাপ্রাপ্তিরা চরম ভোগান্তিতে পড়েন।

দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান আন্দোলনকারীরা।

পল্লি বিদ্যুৎ সমিতি,চট্টগ্রাম,কর্মবিরতি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close