• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং

প্রকাশ:  ২৬ এপ্রিল ২০২৪, ২০:৩০
পূর্বপশ্চিম ডেস্ক

গত কয়েকদিনের তীব্র তাপপ্রবাহে উত্তপ্ত হয়ে শরীয়তপুর-চাঁদপুর সড়কের ১৭ কিলোমিটার অংশের কমপক্ষে ১৫-২০ স্থানে গলছে কার্পেটিংয়ের বিটুমিন। এতে যানবাহন চালাতে সমস্যার সৃষ্টি হচ্ছে।

তবে সড়ক ও জনপথ বলছে, পিচ গলেনি। অতিরিক্ত পিচ দেওয়ার কারণে আর তাপপ্রবাহ থাকার কারণে ব্লিডিং হচ্ছে। তাপ কমলে ঠিক হয়ে যাবে।

শরীয়তপুর মনোহর বাজার থেকে ভেদরগঞ্জের নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ৩১ কিলোমিটার। সড়কটি দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন মেঘনা নদী পার হয়ে চট্টগ্রামে চলাচল করে। বর্তমানে দুই লেনের সড়কটি চার লেনে উন্নীত করার জন্য জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। সড়কটি সচল রাখতে ৪৪ কোটি টাকা ব্যয়ে গত বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ভেদরগঞ্জের বালিবাড়ির মোড় থেকে নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত ১৭ কিলোমিটার অংশ বিটুমিন দিয়ে কার্পেটিং করে সংস্কার করা হয়। তবে গত এক সপ্তাহ ধরে শরীয়তপুরের তাপমাত্রা ৩৭ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে বিরাজ করায় সড়কটি উত্তপ্ত হয়ে বিভিন্ন স্থানের বিটুমিন গলে যাচ্ছে।

বালিবাড়ির মোড় ও খায়েরপট্টি মধ্যবর্তী বেশ কয়েকটি স্থানের পিচ গলে আছে। গলে যাওয়া পিচগুলো সড়কে চলা যানবাহনের চাকার সঙ্গে লেগে যাচ্ছে। তাই বেশিরভাগ যানবাহন খুব সতর্কতার সঙ্গে জায়গাগুলো অতিক্রম করছে।

শরীয়তপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, আমরা রাস্তায় পরিদর্শনে গিয়েছিলাম। বিটুমিন গলেনি, শেষে কাজ করার সময় অতিরিক্ত বিটুমিন দেওয়ার কারণে তীব্র তাপপ্রবাহে ব্লিডিং হচ্ছে। রাস্তায় গাড়ি চলাচল করতে কোনও সমস্যা হচ্ছে না। গরম কমে গেলে ঠিক হয়ে যাবে।

তীব্র তাপ,সড়ক,কার্পেটিং

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close