• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভালুকায় পোশাক কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রকাশ:  ০৬ মে ২০২৪, ১৯:৪৯
ভালুকা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেছে রাঈদা কালেকশনস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা।

সোমবার (৬ মে) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি এলাকার মায়ের মসজিদের সামনে ওই কারখানার শ্রমিকরা প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখেন। এতে চারলেনের মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানান, ঈদ বোনাস কম দেয়, ছুটির টাকা দেয় না। প্রোডাকশনের রেট কম দেয় মালিক পক্ষ। কেউ কিছু বললে চাকরি থেকে বের করে দেওয়া হয়। বিভিন্ন প্রকার হুমকি-ধমকি দেওয়া হয়। এরই জেরে সোমবার সকালে শ্রমিকরা কারখানা সংলগ্ন মহাসড়কে অবরোধ করেন। এসময় তারা কারখানার ডিএমডি মাজাহারুল ইসলামকে অপসারণের দাবি জানান।

শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার (এসপি) মোঃ মিজানুর রহমান বলেন, কারখানার কিছু শ্রমিক তাদের কিছু দাবিদাওয়া নিয়ে অসন্তুষ্ট ছিলো। পরে তারা ফ্যাক্টরি সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ অবরোধ করে। আমরা জানতে পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সহ এখানের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের সকলে এসেছি। তাদের বক্তব্য শুনেছি। বিষয়টি ফ্যাক্টরির কর্তৃপক্ষের উপস্থিতি শ্রমিকদের সাথে শান্তিপূর্ণ আলোচনা মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে সরাসরি লেনে যান চলাচল সচল হয়েছে।

এই ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভালুকা,ময়মনসিংহ,শ্রমিক আন্দোলন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close