• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কুষ্টিয়াতে আগুনে পুড়লো ২০ বিঘা জমির পানবরজ

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০২৪, ২৩:৩৭
পূর্বপশ্চিম ডেস্ক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামে আগুন লেগে প্রায় ২০ বিঘা জমির পানবরজ পুড়ে গেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে অন্তত ১১ পানচাষীর ২২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের কাজীপুর ব্রীজ সংলগ্ন মাঠে পান বরজে আগুন লাগে। আগুনের খবর পেয়ে পার্শ্ববর্তী মেহেরপুরের গাংনী ফায়ার সার্ভিস কর্মীরা এলাকাবাসীর সহায়তায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পাশাপাশি পান বরজ হওয়ায় মনিরুল, সোনারুল, জিয়ারুল, ইনারুল, মইনুদ্দিন, মানিক, তুজাম, আনারুল, মঙ্গল, পল্টু, আক্তারুলের প্রায় ২০ বিঘা জমির পানবরজ সম্পূর্ণ পুড়ে যায়।

ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা জানান, বিড়ি সিগারেটের আগুন থেকে এ আাগুনের সুত্রপাত ঘটতে পারে। আগুনে ১১ পানচাষীর প্রায় ২২ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এবিষয়ে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মো. ইসাহাক আলী বিশ্বাস জানান, দৌলতপুর উপজেলার ধর্মদহ ব্রিজপাড়ায় প্রায় ২০ বিঘা পান বরজ পুড়ে গেছে।

পানবরজ,কুষ্টিয়া,আগুন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close