• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

মোংলায় কারখানায় আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি

প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২৪, ২৩:৩৪ | আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০০:০৪
পূর্বপশ্চিম ডেস্ক

বাগেরহাটের মোংলায় ফেন্সি ক্লথ নামে একটি প্রতিষ্ঠানের টেইলার্স কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মোংলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

রোববার (২৮ এপ্রিল) বিকেলে মোংলা পৌর শহরের শফিউল্লাহ সড়কের একটি ভবনের তৃতীয় তালায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কামরুল হাসান খোকন বলেন, বিকেলে হঠাৎ করে আগুন লাগে যায়। আগুনে কারখানায় থাকা বেশ কিছু কাপড় ও মেশিনারিজ পুড়ে যায়। এতে আমাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মোংলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. কাইয়ুম উজ জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তিনতলার ওপরে হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নেভাতে সক্ষম হয়েছি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানান তিনি।

মোংলা,কারখানা,আগুন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close