• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

ভালুকায় বেড়েছে সরিষার ব্যাপক চাষ লাভবান কৃষক

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০২৪, ২৩:২৫
আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি

সরকারি সহায়তায় ময়মনসিংহের ভালুকায় বেড়েছে সরিষার ব্যাপক চাষ। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ভালো ফলনের আশা করছেন কৃষকরা। এর জন্য উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের সরকারি প্রণোদনা সহ দেওয়া হচ্ছে নানা পরামর্শ।

যতদূর চোখ যায় ফুলে ফুলে ছেয়ে গেছে ময়মনসিংহের ভালুকার ফসলী মাঠ। দূর থেকে দেখে মনে হয় যেনো হলুদ চাদর বিছানো। এ যেনো পৌষের শীতেও বসন্তের ছোঁয়া।

ভালুকার কৃষকরা বলছেন এখানকার কয়েকটি স্থানে আমন ধান তোলার পর পতিত পরে থাকতো ফসলের জমি। এবার সরকারি সহযোগিতায় পতিত জমিতে হচ্ছে সরিষার চাষ। এতে একই জমিতে স্বল্প সময়ে সরিষার চাষ করে লাভবান কৃষকরা। উপসহকারী কৃষি কর্মকর্তা সাদ্দাম কাজী বলছেন, পতিত জমিতে সরিষা আবাদ করলে কৃষকরা তেল ও খর পাবে। এর জন্য আমন মৌসুমের সময় স্বল্প মেয়াদী ফসল বপন করতে হবে যাতে সঠিক সময়ে সরিষা বপন করা যায়।

ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেসমিন জাহান বলেন, কৃষক একই জমিতে একাদিক ফসল উৎপাদনে শস্য নীপিরনতা বৃদ্ধি পাচ্ছে। তার জন্য প্রকল্পের আওতায় প্রদর্শনীসহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে বলে জানান আর এ বছর ভালুকা উপজেলায় সাতশো ষাট হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে যা গতবারের প্রায় দ্বিগুণ।

ভালুকা,সরিষা চাষ,ফসল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close