• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কুমিল্লায় নির্বাচনি প্রচারে নির্বাচনবিরোধীদের বাধা

প্রকাশ:  ২৯ ডিসেম্বর ২০২৩, ০০:১৮
পূর্বপশ্চিম ডেস্ক

কুমিল্লা-১০ সংসদীয় আসন (নাঙ্গলকোট, লালমাই, সদর দক্ষিণ) এলাকায় বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থীর প্রচারণায় বাধার অভিযোগ উঠেছে। নির্বাচনবিরোধীদের মিছিল থেকে এ বাধা ও মারধরের অভিযোগ করা হয়েছে।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে বাংলাদেশ কংগ্রেস পার্টির দলীয় মনোনীত প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান (বাবলু) ডাব প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে নির্বাচনি প্রচারণার সময় নাঙ্গলকোট পৌর সদরের রেল ক্রসিংয়ের পূর্ব পাশে বাধার সম্মুখীন হন বলে অভিযোগ করেছেন।

তার অভিযোগ, প্রচারণার মাইক যাওয়ার পথে নির্বাচনবিরোধী মিছিল নিয়ে আসা লোকজন গাড়ি ও প্রচারণার কাজে থাকা কর্মীদের ঘিরে ফেলে। এ সময় প্রচারণার কাজে ব্যবহৃত সিএনজির চালক ওমর ফারুক ও মাইকম্যান নয়ন মিয়াকে মারধর করে এবং মাইক ও সিএনজি ভাঙচুর করে।

এক পর্যায়ে মার খেয়ে ভয়ে তারা সামনে না গিয়ে কংগ্রেস প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান বাবলুর গ্রামের বাড়ি উপজেলার ঝাটিয়াপাড়া বাজারে চলে যান। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বিষয়টি নাঙ্গলকোট থানাকে অবহিত করেন।

বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী সাংবাদিক কামরুজ্জামান বাবলু যুগান্তরকে বলেন, নির্বাচনবিরোধীরা আমার কর্মীদের ওপর হামলা করেছে। এই ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

কুমিল্লা,মনোনীত প্রার্থী,লাঙ্গলকোট

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close