• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কেন্দ্র দখলের স্বপ্ন দুঃস্বপ্ন হবে, সন্দ্বীপে চট্টগ্রামের এসপি

প্রকাশ:  ২৮ ডিসেম্বর ২০২৩, ২২:০৯
পূর্বপশ্চিম ডেস্ক

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ বলেছেন, কেউ যদি মনের অজান্তে কেন্দ্র দখলের স্বপ্ন দেখেন- সেটা দুঃস্বপ্ন হবে। এমনকি কোনো প্রিসাইডিং অফিসার এসবে যুক্ত হলে তার চাকরি চলে যাবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য যথাযথ কাজ না করলে তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশনা দেন এসপি শফিউল্লাহ।

গতকাল বুধবার চট্টগ্রামের সন্দ্বীপের সন্তোষপুর ইউনিয়নের মুন্সিরহাট বাজারে পুলিশ হামলার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএম শফিউল্লাহ বলেন, সন্দ্বীপে এবার মনে রাখার মতো নির্বাচন হবে। তিন-চার বছর পরও মানুষ বলবে, সন্দ্বীপে একটা নির্বাচন হয়েছে, আমরা ভোট দিতে পেরেছি।

সন্ত্রাসী–ক্যাডার–অস্ত্রধারীদের সন্দ্বীপ থেকে বের করে দেব। আমার কোনো দল দেখার সুযোগ নেই। যদি কোথাও ভোট কারচুপি, ব্যালটে অবৈধ সিল দেওয়া ও ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে ওই কেন্দ্র বন্ধ করে দেব। প্রয়োজনে ওই ইউনিয়ন ব্লক করে দেব। যারা এসব করতে চায়, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। শাস্তি হবে। তারা ভালো থাকবে না। ইতোমধ্যে অবৈধ মোটরসাইকেল তুলে দেওয়া হয়েছে। নির্বাচনের আগে অবৈধ সব মোটরসাইকেল বন্ধ করে দেব।

গত ২৪ ডিসেম্বর সন্তোষপুর এলাকায় নৌকা মার্কা সমর্থিত কতিপয় সন্ত্রাসী পুলিশের ওপর নির্মম হামলা চালিয়েছিল। এ হামলায় পুলিশের ৪ সদস্য মারাত্মক জখম হন।

সন্ত্রাসীরা নৌকার স্লোগান দিয়ে ‘পুলিশকে মার, পুলিশকে মার’ স্লোগান দিয়ে হকিস্টিক, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশকে লক্ষ্য করে তারা বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে।

এ অভিযোগে নৌকা সমর্থিত ২০ শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সন্দ্বীপ থানা পুলিশের সাব-ইন্সপেক্টর জয়নুল বাদী হয়ে বৃহস্পতিবার এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন- উরিরচর ১ নম্বর ওয়ার্ডের রাহাত তালুকদার (৩৫), মুছাপুর এক নাম্বার ওয়ার্ডের আকরাম হোসেন, মগধরা ৭ নম্বর ওয়ার্ডের শীর্ষ সন্ত্রাসী রবিউল আলম সমীর, পৌরসভা চার নম্বর ওয়ার্ডের ভিডিও সুমন, গাছুয়া ২ নম্বর ওয়ার্ডের আদনান জাভেদ, সন্তোষপুরের রুবেল, গাছুয়া ২ নম্বর ওয়ার্ডের ইকবাল, বাউরিয়া ৭নং ওয়ার্ডের ফরিদ, কালাপানিয়ার মিলাদ, মাইটভাঙ্গা ২নং ওয়ার্ডের তসলিম, ৭নং ওয়ার্ডের সুখু মিয়ার ছেলে করিম, দীর্ঘাপার ৭নং ওয়ার্ডের রিজভী, মুসাপুর ৭নং ওয়ার্ডের সেলিম মেম্বারের ছেলে শীর্ষ সন্ত্রাসী সোহাগ সিকদার, পৌরসভা ৬নং ওয়ার্ডের শাহাদাত, পৌরসভার ৮নং ওয়ার্ডের বাবুল ওরফে লোহা বাবুল, পৌরসভার ৭নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে শাকিব, কালাপানিয়ার শীর্ষ সন্ত্রাসী আরমান ওরফে মিঠু, সন্তোষপুর ৩নং ওয়ার্ডের শীর্ষ সন্ত্রাসী আলমগীর হোসেন রক্সি, মুছাপুর ৭নং ওয়ার্ডের আব্দুল হালিমের ছেলে আনোয়ার প্রমুখ।

এবার সন্দ্বীপে আটজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- এমএ ছালাম (লাঙ্গল), নুরুল আকতার (মশাল), মাহফুজুর রহমান (নৌকা), মুহাম্মদ উল্যাহ খান (মোমবাতি), মুহাম্মদ নুরুল আনোয়ার (একতারা), মোহাম্মদ মোক্তাদের আজাদ খান (আম), আবদুর রহিম (চেয়ার) ও জামাল উদ্দিন চৌধুরী (ঈগল)।

এসপি,সন্দ্বীপ,চট্টগ্রাম

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close