• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রতারক পংকি র‍্যাবের খাঁচায়, এলাকায় মিষ্টি বিতরণ

প্রকাশ:  ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:২৭
মৌলভীবাজারের প্রতিনিধি

নানা অপকর্মের হুতা ও ২০ লক্ষ টাকার প্রতারণা মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ময়নুল ইসলাম পংকি (৪০) কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।

সে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গজভাগ গ্রামের মৃত মাহমুদ আলী মধু মিয়ার ছেলে।

সোমবার (১৮ ডিসেম্বর) রাত ৮টায় কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর এলাকায় র‍্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে পলাতক সাজাপ্রাপ্ত আসামী পংকিকে আটক করে।

এদিকে প্রতারক পংকিকে আটকের খবর চাউর হলে এলাকায় মিষ্টি বিতরণ হয়।

স্থানীয়রা জানান, ক্লিনিকের রড-সিমেন্ট চুরি, মারামারি ও অর্থ আত্মসাতের একাধিক মামলা রয়েছে তার উপর। তার উশৃঙ্খল কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ বলেও জানান।

জানা যায়, ময়নুল ইসলাম পংকির উপর এন. আই. এ্যাক্ট ধারায় মৌলভীবাজার আদালতে ২০ লক্ষ টাকার মামলা (মামলা নং- ৪৩০/২২) দায়ের করেন কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউনিয়নের মো রুহুল আমিন।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত গত নভেম্বর মাসের ২৪ তারিখ রায় ঘোষণার মাধ্যমে ১ বছরের বিনামশ্রম কারাদণ্ড ও ২০ লক্ষ টাকা জরিমানা দণ্ডে দণ্ডিত করেন ময়নুল ইসলাম পংকিকে। রায় ঘোষণার পর থেকে সে পলাতক ছিলো

পংকিকে আটকের খবর নিশ্চিত করেছে অভিযান পরিচালনাকারী টিম।

অপরাধ,গ্রেফতার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close