• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রতিদ্বন্দ্বী থাকলে নির্বাচন সুন্দর হবে: সেলিম ওসমান

প্রকাশ:  ১৮ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৮
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতিদ্বন্দ্বী থাকলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুন্দর হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান।

সোমবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে লাঙল প্রতীক বরাদ্দ নেওয়ার সময় তিনি এ কথা জানান।

নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

সেলিম ওসমান বলেন, আমি মানুষদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। আমি যদি মানুষকে ভালোবেসে থাকি, তাহলে নির্বাচনে ভালো একটি ফলাফল পাবো, এটিই আমার আশা। মানুষের ভালোবাসা দিয়েই এবার নির্বাচন হবে।

তিনি বলেন, আমি যদি এবার বিজয়ী হই, জনগণের সঙ্গে মিলে উন্নয়নের কাজ করবো। দীর্ঘ সাড়ে ৯ বছর যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করে যাবো।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বলেন, আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের আমি সম্মান করি। প্রতিদ্বন্দ্বী থাকলে নির্বাচন সুন্দর হবে, জনগণ আনন্দ করতে পারবে।

নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনজন। তারা হলেন এএমএম একরামুল হক (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), আব্দুল হামিদ ভাসানী ভূঁইয়া (তৃণমূল বিএনপি) ও শামসুল ইসলাম (বাংলাদেশ সুপ্রিম পার্টি)।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নারায়ণগঞ্জ,সেলিম ওসমান,জাতীয় পার্টি,আসন,নারায়ণগঞ্জ-৫,নির্বাচন,প্রতিদ্বন্দ্বী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close