• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খুলনায় দেশীয় তৈরী অস্ত্র-গুলি ও মাদকসহ সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৪
শেখ নাদীর শাহ্,খুলনা প্রতিনিধি

দেশীয় তৈরি অস্ত্রসহ অমিত হাসান ওরফে অভি (২৫) কে গ্রেফতার করেছে কেএমপি’র খুলনা থানা পুলিশ।বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।

চিহ্নিত সন্ত্রাসী অমিত হাসান ওরফে অভি খুলনার তেরখাদা উপজেলার কাটেংগা গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

কেএমপি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্যে থেকে একটি দেশীয় তৈরি সচল ওয়ান শুটার গান, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ, ২৫০ পিস অ্যামফিটামিন যুক্ত কথিত ইয়াবা ট্যাবলেট, যার ওজন ২৫ গ্রাম, মূল্য অনুমান ৭৫,০০০/-(পঁচাত্তার হাজার) টাকা উদ্ধার পূর্বক চিহ্নিত সন্ত্রাসী অমিত হাসান ওরফে অভিকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ তার বিরূদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(A) ধারায় এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পৃথক পৃথক দুইটি মামলার রুজু করা হয়েছে। সর্বশেষ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অপেক্ষা,গ্রেফতার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close