• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০.৩

প্রকাশ:  ১৪ ডিসেম্বর ২০২৩, ১০:৩২
পূর্বপশ্চিম ডেস্ক

দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

পঞ্চগড়ের বানিয়াপট্টি এলাকার রাজিউল করিম বলেন, ঠান্ডার কারণে আমাদের খুব সমস্যা হচ্ছে। আগুন ছাড়া থাকা যাচ্ছে না। বয়স হলেও এই ঠান্ডায় পেটের জন্য বাড়ি থেকে বের হতে হয়েছে। গরম কাপড় না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

একই এলাকার ফাহিম হাসান বলেন, সকাল থেকে বেলা বাড়া পর্যন্ত সড়কে মানুষের উপস্থিতি অনেক কম থাকছে।

পান দোকান ব্যবসায়ী আইবুল হক বলেন, গত দুদিন ধরে কুয়াশা কম থাকলেও মানুষের উপস্থিতি একেবারে নেই। এতে বেচা-বিক্রি অনেক কমে গেছে।

এ দিকে খবর নিয়ে জানা গেছে, ঠান্ডা বৃদ্ধির কারণে জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সব থেকে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) তেঁতুলিয়ায় ১১ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। বুধবার (১৩ ডিসেম্বর) ১২ দশমিক ৮ ডিগ্রি হলেও আজ বৃহস্পতিবার তাপমাত্রা কমে সকাল ৯টায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পর্যায়ক্রমে তাপমাত্রা কমে এসে শীতের তীব্রতা আগামীতে আরো বাড়বে বলে জানান ওই আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক।

পূর্বপশ্চিমবিডি/এসএম

তেঁতুলিয়া,দেশ,সর্বনিম্ন,তাপমাত্রা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close