• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এক শিফটে আনা হবে প্রাথমিক পর্যায়ের সব ক্লাস

প্রকাশ:  ১২ অক্টোবর ২০২৩, ১৫:৪৬
পঞ্চগড় প্রতিনিধি

প্রাথমিক পর্যায়ের সব ক্লাস এক শিফটে আনা হবে বলে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, একইসঙ্গে নতুন কারিকুলামে পড়াশোনা শুরু হবে যাতে হাসিখুশির মাধ্যমে বাচ্চারা লেখাপড়া করতে পারে। এ কারণে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে তেঁতুলিয়া উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে তিনি এসব কথা জানান।

জাকির হোসেন বলেন, করোনার সময় অনেক অভিভাবক সন্তানকে মাদরাসায় দিয়েছেন। এ জন্য বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমে গেছে। সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাচ্চাদের বিদ্যালয়মুখী করতে নতুন চিন্তাভাবনা করছি আমরা।

পরে বিদ্যালয়ের মুজিব কর্নার ও শেখ রাসেল কর্নার, রিসোর্স সেন্টারসহ শ্রেণিকক্ষ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পঞ্চগড়,জাকির হোসেন,প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী,শিফট,ক্লাস

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close