• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খুলনায় র‌্যাবের অভিযানে জাল নোটসহ দুইজন আটক

প্রকাশ:  ০২ অক্টোবর ২০২৩, ১৭:৩৪
শেখ নাদীর শাহ্,খুলনা প্রতিনিধি

খুলনার লবনচরার মোহাম্মদ নগর এলাকা থেকে ২ লাখ ৭৪ হাজার টাকার জাল নোটসহ চক্রের দু' সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব ৬ এর সদস্যরা।

সোমবার (০২ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গতকাল দিবাগত রাত ২ টায় লবনচরা থানার মোহাম্মদ নগর এলাকাস্থ মেইন রোড সংলগ্ন একটি বাড়ির সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামিরা হল, ঝালকাঠির রাজাপুর থানার বাসিন্দা আলী খানের ছেলে আব্দুর রহিম খান(৪৭) এবং বরিশাল জেলার উজিরপুর থানার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে রানা মজুমদার(৪৮)।

র‌্যাব জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন যাবত অবৈধ লাভের আশায় জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে, ঘটনার সত্যতা যাচাই ও আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং সংঘবদ্ধ চক্রটিকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা পরিচালনা করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চক্রের দু'সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ও ৩টি সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও গ্রেফতারকৃত আসামীদের লবনচরা থানায় হস্তান্তর পূর্বক সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close