• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৯৯৯ এ কল করে চোর বললো ‘পুলিশ পাঠান’

প্রকাশ:  ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০১
নিজস্ব প্রতিবেদক

ঢাকার কদমতলীর খানকা রোডের পাসপোর্ট অফিসের পাশে একটি দোকান থেকে গণপিটুনির ভয়ে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে পুলিশ পাঠাতে বলে হৃদয় নামে এক চোর। পরে তাকে গিয়ে ‍উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টায় এ ঘটনা ঘটে।

সম্পর্কিত খবর

    ৯৯৯ এ কল করে হৃদয় বলেন, ‘হ্যালো, এইটা কি পুলিশের কন্ট্রোল রুম? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এহন লোকজন টের পাইয়া গেছে। আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেপ্তার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান, আমারে বাঁচান।’

    ৯৯৯’র গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, তাৎক্ষণিকভাবে কদমতলী থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। খবর পেয়ে কদমতলী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। ততোক্ষণে স্থানীয় লোকজন হৃদয়কে পিটুনি দেওয়া শুরু করে। পুলিশ সেই অবস্থা থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

    তিনি জানান, হৃদয়ের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    পূর্বপশ্চিমবিডি/এসএম

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close