• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৯
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদাপুকুস্থ নুরুল আলম ভবনে ও সকালে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা এলাকায় এ ঘটনা ঘটে।

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়া যুবকের নাম মোহাম্মদ জাহেদুল ইসলাম (৩০)। তিনি নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুম্ভারপাড়া বড় বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে। অন্যদিকে, রাঙ্গুনিয়ায় মৃত্যু হওয়া ব্যক্তির নাম মো. নুরুন নবী। তিনি কুমিল্লার জেলার নাঙ্গলকোট উপজেলার বাইয়ারা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।

জানা গেছে, জাহেদুল ইসলাম ভবনের ছাদে শুকাতে দেয়া কাপড় আনতে গেলে তার স্ত্রীর একটি ওড়না বিদ্যুতের তারের উপর পড়ে থাকতে দেখেন। সেটি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

ফটিকছড়ি ফায়ার স্টেশনের লিডার মো. কামাল উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, রাঙ্গুনিয়ায় বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুন নবী।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খান নুরুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চট্টগ্রাম,মৃত্যু,বিদ্যুৎস্পৃষ্ট

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close