• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দিনাজপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

প্রকাশ:  ২০ মার্চ ২০২৩, ২৩:৪৪
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বিআরটিসির বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় থেকে রংপুর মহাসড়কে যানবাহন চলাচল এক ঘণ্টা বন্ধ ছিলো।

সোমবার (২০ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে র দশমাইল-রংপুর মহাসড়কের সদরপুর দরবারপুরে টেক্সটাইল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের ১ নম্বর নশরতপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে মোস্তাফিজ রহমান (২১), খামার সাতনালা গ্রামের শামসুল হকের ছেলে সোহান (১৭) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে পিকআপ চালক ফয়জার রহমান (২৫)।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ জানায়, নিহতরা একটি পিকআপ নিয়ে রানীরবন্দর থেকে দিনাজপুর শহরে যাচ্ছিলেন। একই সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি বিআরটিসির বাস রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। সন্ধ্যা পৌনে ৬টার দিকে দশমাইল-রংপুর মহাসড়কের সদরপুর দরবারপুর টেক্সটাইল মিলের সামনে পৌঁছালে বিআরটিসি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিআরটিসি বাস ও পিকআপটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের চালক ও দুই যাত্রী মারা যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিহত,সংঘর্ষ,দিনাজপুর,বাস-পিকআপ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close