• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৯ ডিগ্রি

প্রকাশ:  ১০ জানুয়ারি ২০২৩, ১১:৩৮
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তাপমাত্রা ৬ ডিগ্রির ঘরে নেমে এসেছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের মধ্যে এবং চলতি শীত মৌসুমের মধ্যেও সর্বনিম্ন। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান বলেন, সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ৩ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রার পারদ নেমে এসেছে ৬ দশমিক ৯ ডিগ্রির ঘরে।

প্রসঙ্গত, সোমবার (৯ জানুয়ারি) দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ডিগ্রি,তাপমাত্রা,পঞ্চগড়,দেশ,আবহাওয়া অফিস,তেঁতুলিয়া

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close