• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জগন্নাথপুরে বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার

প্রকাশ:  ০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৩৫ | আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৮:২৮
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি বাড়ি থেকে বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৮ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক এলাকার ওই বাড়িটি ঘিরে রেখে অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) জগন্নাথপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ নুরে আলম সিদ্দিক একটি মামলার সমন নিয়ে আসামি আফজল হোসেনের বাড়িতে গেলে তিনি পুলিশ দেখে পালিয়ে যান। এসময় আফজলের বাড়ির কক্ষে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, সাদা পাউডার ও যন্ত্রপাতি দেখতে পান এএসআই নুরে আলম। ফিরে গিয়ে বিষয়টি তিনি জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান।

পরে ওসি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে রোববার সকালে বোম্ব ডিসপোজাল ইউনিটসহ পুলিশের কয়েকটি ইউনিট এবং সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে অভিযান চালায়। এরপর সেখান থেক বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক বলেন, অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, বিস্ফোরক জাতীয় পাউডার ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সুনামগঞ্জ,উদ্ধার,সরঞ্জামাদি,জগন্নাথপুর,বিস্ফোরক,তৈরি,পরিমাণ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close