• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

প্রকাশ:  ০৮ জানুয়ারি ২০২৩, ১৬:০৮ | আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৬:১১
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। রোববার (৮ জানুয়ারি) এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে টানা তিনদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড হলো।

এ তথ্য নিশ্চিত করে চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, গত চারদিন চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি। দিনের বেলায় সূর্যের উত্তাপ মিলছে না। আরো কয়েকদিন এরকম পরিস্থিতি বিরাজ করতে পারে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত ছিলো।

জেলার সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান বলেন, শীতজনিত কারণে রোগীর সংখ্যা বাড়ছে। সদর হাসপাতালসহ তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আমরা স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য প্রস্তুত।

জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, সরকারিভাবে পাওয়া সহযোগিতা ও শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। শীতার্ত মানুষের পাশে প্রশাসন আছে। চুয়াডাঙ্গাতে একটু বেশি শীত। চুয়াডাঙ্গার জন্য যাতে আরও বরাদ্দ বাড়াতে ঊর্ধ্বতনকে জানানো হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চুয়াডাঙ্গা,তাপমাত্রা,সর্বনিম্ন,দেশ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close