• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নেত্রকোনায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর

প্রকাশ:  ০৫ ডিসেম্বর ২০২২, ১৬:৫৮
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ সময় হামলাকারী ব্যক্তিরা কার্যালয়ে থাকা বেশ কিছু প্লাস্টিকের চেয়ার ও টেবিল ভাঙচুর করেছেন বলে দাবি বিএনপি নেতাদের। তাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।

রোববার (৪ ডিসেম্বর) রাতে শহরের ছোটবাজার এলাকায় অবস্থিত কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহ উদ্দিনসহ গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে রোববার রাত পৌনে ৮টার দিকে নেত্রকোনা শহরের মশাল মিছিল হয়। জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে শহরের তেরিবাজার থেকে মিছিলটি বের হয়ে ছোটবাজার এলাকায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

ওই মিছিলের পর পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছোট বাজার এলাকায় তাদের দলীয় কার্যালয়ে থেকে পাল্টা মিছিল বের করে। পরে মিছিলে থাকা কয়েকজন বিএনপির কার্যালয়ে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান বলেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বিএনপির দলীয় কার্যালয়ে হামলা বা ভাঙচুরের কোনো ঘটনা ঘটায়নি। খোঁজ নিয়ে যতোটুকু জেনেছি বিএনপির কয়েকজন নেতাকর্মী মিছিল বের করে তাদের দলীয় কার্যালয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বে নিজেরাই কয়েকটি চেয়ার টেবিল ভাঙচুর করেছেন।

হামলার নিন্দা জানিয়ে জেলা বিএনপির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালী বলেন, ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশকে বানচাল করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাঙচুর করেছে। পাশাপাশি পুলিশ গায়েবি মামলা দিয়ে গ্রেপ্তারসহ হয়রানি করছে। এভাবে ভয়ভীতি, হামলা, মামলা দিয়ে বিএনপির আন্দোলনকে প্রতিহত করা যাবে না।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ভাঙচুর,হামলা,কার্যালয়,নেত্রকোনা,বিএনপি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close