• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বারহাট্টায় বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর, আহত ৫

প্রকাশ:  ২৬ নভেম্বর ২০২২, ১৯:৩৬
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রহমত আলী বলেন, দুপুরে দলীয় কার্যালয়ে কৃষকদলের উদ্যোগে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হচ্ছিলো। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালান। তারা চেয়ার-টেবিল ভাঙচুর করেন। হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবির খোকন বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। আওয়ামী লীগ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির এ অপতৎপরতা প্রতিরোধ করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান বলেন, যতোদূর শুনেছি বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের মিছিলে ককটেল নিক্ষেপ করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ ও দলীয় কার্যালয়ে হামলা চালায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নেত্রকোনা,আহত,বারহাট্টা,বিএনপি,ভাঙচুর,হামলা,অফিস

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close