• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫০

প্রকাশ:  ১৬ নভেম্বর ২০২২, ১৯:৫৬
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় অটোরিকশা স্ট্যান্ডের আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষ পুলিশের একজন উপ-পরিদর্শকসহ (এসআই) আহত হয়েছেন অন্তত ৫০ জন।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে শহরের রেল স্টেশন এলাকায় প্রায় তিন ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে আকাশ মিয়া ও জোসেফ মিয়া নামের দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, অটোরিকশা স্ট্যান্ডের আধিপত্য নিয়ে মোহনগঞ্জের বিরামপুর ও বড়কাশিয়া গ্রামের দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আহত,পুলিশ,সংঘর্ষ,নেত্রকোনা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close