• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেশজুড়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত থেকে জনপ্রতিনিধি

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০২২, ২১:২২ | আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ২১:২৪
বরিশাল প্রতিনিধি

মাদক মামলায় ১২ আসামিকে এক বছরের প্রবেশনে মুক্তি দিয়েছিলেন বরিশালের আদালতের বিচারকরা। ওই আসামিরা গত এক বছর প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে থেকে কেউ হয়েছেন জনপ্রতিনিধি, কেউ ব্যবসায়ী কিংবা কেউ মৎস্যজীবী। এ সময়ে তারা অংশ নিয়েছেন মাদক বিরোধী নানা কর্মকাণ্ডে। পরিবেশ রক্ষায় রোপন করেছেন গাছ। এই ১২ আসামি আদালতের নির্দেশনা মানায় বুধবার (৯ নভেম্বর) মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ।

এর আগে জেলা প্রশাসন কার্যালয়ের ১২ জনকে নিয়ে কাউন্সিলিং করেন তিনি।

ওই ১২ জনের মধ্যে বরিশালের একটি উপজেলায় জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন এক যুবক।

তিনি বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার দায় স্বীকারের পর আদালত আমাকে প্রবেশনে সংশোধনের জন্য পাঠায়। গত এক বছর আদালতের নির্দেশনা মেনে জীবনযাপন করে নিজ এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি।’

অপর এক যুবক আদালতের নির্দেশনা মেনে একটি কওমী মহিলা মাদ্রাসার নির্মাণকাজে দানসহ মাদক বিরোধী প্রচারণা চালিয়েছেন। বর্তমানে তিনি মাছচাষ করে পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিতে পরিণত হয়েছেন।

এ প্রসঙ্গে জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ বলেন, ‘চূড়ান্ত প্রতিবেদন দেওয়ায় শিগগিরই তারা মামলা থেকে মুক্তি পেয়ে সমাজে মাথা উচু করে বাঁচতে পারবে। তাদের আর আদালত প্রাঙ্গণে ঘুরতে হবে না। এসব কাজে পর্যবেক্ষণ ও পরামর্শদান ছাড়াও তাদের সরকারিভাবে সহায়তা করা হয়েছে।’

মাদক মামলা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close