• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

গোপনে মজুদ প্রায় ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ, আটক ১

প্রকাশ:  ১৮ আগস্ট ২০২২, ২০:২৫
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধভাবে প্রায় ৩ হাজার লিটার সয়াবিন তেল মজুদ রাখায় জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুর রশিদ নামে এক জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দিবাগত গভীর রাতে সরিষাবাড়ী পৌরসভার বাউসি বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সয়াবিন তেল জব্দ ও একজনকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অধিক মুনাফা লাভের আশায় বাউসি বাজার এলাকায় অবৈধভাবে তিন হাজার লিটার সয়াবিন তেল মুজদ রাখার খবর পায় থানা পুলিশ। রাতে ওই বাজারে অভিযান চালিয়ে ১৪টি তেলের ড্রাম জব্দ করা হয়। পরে এ ঘটনার সঙ্গে জড়িত আব্দুর রশিদ নামে একজনকে আটক করা হয়।

সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর জানায়, গোপন সংবাদে বাউসি বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা সয়াবিন তেল জব্দ করেছে । এ ঘটনায় আটক হয়েছেন একজন।

পূর্বপশ্চিমবিডি/মনির/এআই

তেল জব্দ,সরিষাবাড়ি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close