• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

নওগাঁয় ২ বাটি লালশাকের মূল্য ২০০ টাকা

প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২২, ১১:৫৭ | আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১২:০০
নওগাঁ প্রতিনিধি

২ বাটি লালশাকের দাম ২০০ টাকা নেওয়ায় নওগাঁর সাপাহারের চাঁপাই ফাইভ স্টার হোটেল মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৭ এপ্রিল) বিকেলে ভোক্তা অধিকারের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন এ জরিমানা করেন।

শামীম হোসেন জানান, গত ৬ জানুয়ারি সাপাহার হাসপাতাল রোড়ের চাঁপাই ফাইভ স্টার হোটেলে দুপুরের খাবার খান বগুড়া টিএমএসএস ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড আইসিটির অধ্যক্ষ সুব্রত সুবন আচার্য্য। খাবার খেয়ে তিনি বিল পরিশোধ করতে গেলে হোটেল মালিক লালশাকের মূল্য ১০০ টাকা ধরে দুই বাটি শাকের মূল্য ২০০ টাকাসহ মোট ৫১০টাকা বিল ধরিয়ে দেন। পরে তিনি বিল পরিশোধ করে রশিদ নিয়ে চলে যান।

পরে এ বিষয়ে ভোক্তা অধিকারে অভিযোগ করেন সুব্রত সুবন আচার্য্য। তার অভিযোগ পেয়ে জেলা কার্যালয়ের অফিসে উপস্থিত হওয়ার জন্য চাঁপাই ফাইভ স্টার হোটেল মালিককে পরপর তিনবার নোটিশ দেয় ভোক্তা অধিকার। মালিক উপস্থিত না হওয়ায় বিষয়টি নিষ্পত্তি করতে তার হোটেলে গিয়ে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৭৫০ টাকা দেওয়া হয়।

অভিযানে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পূর্বপশ্চিম/এআর/এনএন

লালশাক,নওগাঁ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close