• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

বাংলাদেশ সীমান্ত থেকে কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ

প্রকাশ:  ১২ এপ্রিল ২০২২, ১৯:০৬
নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশা সীমান্তে নিজ জমিতে কাজ করার সময় মামুন হোসেন (৩৬) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১১ এপ্রিল) এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবি পতাকা বৈঠকের আমন্ত্রণ জানালে বিএসএফ প্রায় ৪ ঘণ্টা পর ওই কৃষককে ফেরত দেয়।

কৃষক মামুন পোরশা উপজেলার শ্রীকৃষ্ণপুর কুলাডাংগা গ্রামের আবুল কাশেমের ছেলে।

জানা যায়, এদিন সকালে মামুন সীমান্তের ২৩১/৭এস পিলারের ঢাকাবীল এলাকায় (বাংলাদেশ অভ্যন্তরে ) তার নিজ জমিতে সেচসহ কীটণাশক প্রয়োগ করছিলেন। এ সময় ভারতীয় ১৫৯ কেদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা বেলা ১১টার দিকে তাকে আটক করে নিয়ে যায়।

এ ঘটনার তীব্র প্রতিবাদে স্থানীয় বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিএসএফকে এক চিঠি দেওয়া হয়। এতে প্রায় ৪ ঘণ্টা পর বিকেল ৩টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ওই কৃষককে বিজিবির কাছে হস্তান্তর করে।

১৬ বিজিবির অধিনায়ক লে. কের্নেল রেজাউল কবির জানান, আটকের পর পরই মামুনকে ফেরৎ চেয়ে আমরা পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেই। তারা বৈঠকের সম্মতি দিলে কিছুক্ষণ পরই বৈঠক শুরু হয় এবং মামুনকে তারা ছেড়ে দেয়।

পূর্বপশ্চিমবিডি/জেএস

বিএসএফ,বিজিবি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close