• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

নওগাঁ আদালতকে যৌন হয়রানিমুক্ত ঘোষণা

প্রকাশ:  ৩০ মার্চ ২০২২, ১৭:৫৫ | আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৭:৫৭
নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণকে যৌন হয়রানিমুক্ত এলাকা হিসেব ঘোষণা করেছেন নওগাঁ জেলা ও দায়রা জজ এ.কে.এম শহীদুল ইসলাম।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত সম্মলেন কক্ষে অনুষ্ঠিত ‘যৌন হয়রানিমুক্ত নিরাপদ কর্মক্ষেত্র নারীর অধিকার শীর্ষক কর্মশালায়’ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা কখনও যৌন হয়রানির শিকার হলে কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে অভিযোগ ও তদন্ত সংক্রান্ত কমিটির কাছে অভিযোগ দায়ের করবেন। অভিযোগকারীর নাম ও পরিচয় গোপন রাখা হবে। আপনারা নির্ভয়ে আপনার বিরুদ্ধে যেকোনো যৌন হয়রানির কথা বলুন। আপনাদের সঠিক বিচার নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, দেশের প্রত্যেকটি অফিসে এমন একটি করে কমিটি গঠনের কথা বলা হয়েছে, যাতে করে ওই অফিসে ঘটে যাওয়া বিভিন্ন যৌন হয়রানির শিকার নারীরা প্রতিকার পান।

আলোচনাসভায় জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ আইভিন আক্তারকে সভাপতি এবং সহকারী জজ আশিকুর রহমানকে সদস্য সচিব করে কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে অভিযোগ ও তদন্ত সংক্রান্ত ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

আলোচনাসভায় বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবব্যুনালরে বিচারক হায়দার আলী খন্দকার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম রসুল।

এ সময় যুগ্ম জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম মিঞা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজউল ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এআর/এনএন

নওগাঁ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close