• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পূর্বপশ্চিমে খবর প্রকাশের পর পাইকগাছায় অবৈধ চুল্লিতে অভিযান

প্রকাশ:  ১০ মার্চ ২০২২, ১৫:০৯ | আপডেট : ১০ মার্চ ২০২২, ১৫:৩০
পাইকগাছা প্রতিনিধি
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। 

পূর্বপশ্চিম বিডি’র খবর প্রকাশের পর এবার খুলনার পাইকগাছায় অবৈধ ভাবে গড়ে ওঠা কাঠ পুঠিয়ে কয়লা তৈরির চুল্লিতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৯ মার্চ) বিকেলে উপজেলার চাঁদখালী বাজারের পাশে পরিবেশ ধ্বংসকারী কয়লা তৈরির চুল্লিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।

এসময় ওই অবৈধ চুল্লির মালিক কালিদাসপুর গ্রামের নুরুল ইসলাম গাজীর ছেলে এনামুল হক (৩৮) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াস, পেশকার প্রতুল জোয়ারদার সহ আনসার সদস্যরা।

প্রসঙ্গত, এর আগে গত ২৭ ফেব্রুয়ারি `অবৈধ চুল্লিতে অবাধে পুড়ছে কাঠ,স্বাস্থ্য ঝুঁকিতে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ' শিরোনামে পাইকগাছা প্রতিনিধির পাঠানো তথ্য বহুল একটি খবর প্রকাশ করে জনপ্রিয় অনলাইন দৈনিক পূর্ব পশ্চিমবিডি.নিউজ। ওই খবরের জেরে বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে অবৈধ একটি চুল্লির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএনএস/জেএস

পূর্বপশ্চিমবিডি নিউজ,পাইকগাছা,ভ্রাম্যমান আদালত,অভিযান

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close